সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল হক আফিন্দীর ধানের শীষ প্রতিকের পক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে জামালগঞ্জ ফেরীঘাটে এসে পথ সভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান আনিস। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. জাহান, সাংগঠনিক সম্পাদক নুরে আল ফরাজী, দপ্তর সম্পাদক সামছুজ্জামান ধন মিয়া, জেলা যুবদল সদস্য মো. মাসুক মিয়া, শাহ মো. লিয়াতক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাসান মাহমুদ হাসিন, উপজেলা যুবদল নেতা আবু লেইছ, শাহ জাহান, ছাত্রদল নেতা আহমেদ জাকি, মেহেদী হাসান বাবর, মোনায়েম, উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি জয়নাল আবেদীন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনিসুর রহমান বলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দীকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। আধুনিক ও মডেল উপজেলা পরিষদ গড়ার অঙ্গীকার বদ্ধ নুরুল হক আফিন্দীকে ২০শে অক্টোবর ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দান করুন।