শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সড়ক নির্মাণের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে চালকের গায়ে হাত না দিয়ে দুর্ঘটনার শিকার মানুষটির চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
আজ বৃহস্পতিবার নিরাপদ সড়ক দিবসের বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, দুর্ঘটনা এড়াতে যেসব সড়কে দুর্ঘটনা বেশি হয় সেসব সড়ক চিহ্নিত করে তা মেরামত করে দেয়া হয়েছে। রাজধানী ঢাকার সাথে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলনে, করোনা আসাতে সড়কের কাজে কিছুটা বাধা এসেছে, তবে তা কাটিয়ে ওঠা যাবে। তিনি বলেন, স্কুল শিশুদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে শিক্ষা দিতে হবে। দেশের উন্নয়ন করা হচ্ছে পরিকল্পিতভাবে। দুর্ঘটনা কমাতে সড়কের বাঁক কমানো হয়েছে। ধীর গতিতে যান-চলাচলের সড়কে আলাদা লেন করা হয়েছে। পথচারীদের সর্তক থাকতে হবে। কোনো দুর্ঘটনা হলে কেউ দায় নেবে না।