মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ছয় দিনের মাথায় আরো একটি স্প্যান বসলো স্বপ্নের পদ্মা সেতুতে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার কয়েক মিনিট আগে বসানো হয়েছে ৩৭তম স্প্যান। এতে করে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার তথা সাড়ে ৫ কিলোমিটারের কিছু বেশি। প্রসঙ্গত, সেতুতে মোট স্প্যান বসবে ৪১টি। করোনাভাইরাসের কারণে সেতুর নির্মাণ কাজ মাঝে কয়েক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে পূর্ণোদ্যমে।
জানা যায়, আজ সকালেই স্প্যানটি বসানোর কথা ছিলো। কিন্তু ঘন কুয়াশার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। অবশেষে বিকেল নাগাদ মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটির ওপর ৩৭তম স্প্যানটি বসানো হয়েছে। ৩৬তম স্প্যান বসানোর মাত্র ৬ দিনের মাথায় পরবর্তী এই স্প্যানটি বসলো। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, সেতুর কাজ শুরু হওয়ার পর এখনই সেটা সবচেয়ে গতিশীল।
প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আর বাকি আছে ৪টি স্প্যান। চলতি মাসের বাকি সময়ে আরো ২টি, সম্ভব হলে ৩টি স্প্যান বসানোর পরিকল্পনা করেছি আমরা। ডিসেম্বরের শুরুতেই বাকি ১টি কিংবা দুটি বসানোর পর শুরু হবে স্প্যানের ওপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। নদী শাসনের কাজও শেষের দিকে। দুই পাশের সংযোগ সড়কে টোল প্লাজার কাজ সম্পূর্ণ শেষ।
বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। প্রথমে এর কাজ শেষ হওয়ার টার্গেট রাখা হয়েছিল ২০২০ সাল। পরে সেটা বাড়িয়ে নেওয়া হয় ২০২১ সালের জুন মাসে। সর্বশেষ এক ঘোষণায় অর্থমন্ত্রী বলেছেন, ২০২২ সাল নাগাদ শেষ হবে পদ্মা সেতুর কাজ। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর আকৃতি হবে দোতলা।