শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
অতিরিক্ত মাইকের আওয়াজে মানুষের সমস্যা হয়, শব্দ দূষণ রোধে তাই আবারও ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়ায় সর্বত্র তার প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। এবারের দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোবাইল প্রতীকের রশিদ মিয়া এর আগেও ব্যতিক্রমী চিন্তা-ভাবনা কারণে ভোটারদের মন জয় করেছেন। তবে এই সিদ্ধান্ত নেয়ার সাথে সাথে তিনি তার ফেইসবুকে এও উল্লেখ করেছেন, ভোট কমলেও কোন সমস্যা নেই, তারপরও সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কাজ করবেন না।
তিনি লিখেছেন, ‘আমরা যখন বিপদে পরি তখন অন্যের সমস্যা ও কষ্ট অনুভব করি। দশটা ফোন দিয়েছি আদা ঘন্টা সময় ব্যায় করে, কিন্তু মাইকের আওয়াজের জন্য কোন কথাও বুজতে পারিনা। অন্যদিকে মূল্যবান সময় ও নষ্ট ওইছে প্রেসার ও হাই ওইছে নিজের জিবন থেকে আয়ূ ও কমছে। তাই আর নিজের আয়ূ কমাতে চাইনা। কাল থেকে আমার মোবাইল মার্কার মাইকিং প্রচারনা বন্ধ করে দিব নিজ ও জনস্বার্থে, তাতে যদি আমার ভোট কমে যায় তাহলে কমে যাক।’
এছাড়া তিনি আরও উল্লেখ করেন, ‘মাইকের আওয়াজে আমার ওই জিবন, সময় সবকিছু ধংশ ওইজার। তাই কাল থেকে মাইকিং প্রচারনা বন্ধ তাতে মোবাইলের ভোট কমলে কম্বে।’
তিনি লিখেছেন, ‘মানুষের কান খারাপ করি ভোটের দরকার নাই। কালকে থেকে মোবাইলের মাইকিং বন্ধ।’
মাইকিং বন্ধের সুফল তিনি উল্লেখ করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ আমিন মাইকিং বন্ধ করার কারনে একদিনে ৫০০ ভোট বাড়ছে বাজারের অনেক দলীয় ব্যবসায়ী বলেছেন আমাকে ভোট দিয়া পটো তুলিয়া দেখাইব।’
এদিকে মেয়রপ্রার্থী রশিদ মিয়ার এমন সিদ্ধান্ত নেয়ার পর থেকে নেট দুনিয়া তার প্রশংসায় পঞ্চমুখ। নিম্নে তার কিছু কমেন্ট উল্লেখ করা হলো।
মোহন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত।
কাজী এন আজিজ লিখেছেন, অন্তর থেকে অভিনন্দন ও শুভ কামনা।
মোঃ সামছুজ্জামান লিকসন লিখেছেন, সবাই যদি আমার মত হত মামা।
হাদিউজ্জামান লিখেছেন, ঠিক আছে ভাই।
এইচ এম মুহিবুর রহমান লিখেছেন, কেন? কি হয়েছে?
ইমদাদ সরদার লিখেছেন, মাইকের যন্ত্রণায় বাজার ছেড়ে বাসায় অবস্থান করতেছি। সবাই যদি তোমার মত বুঝতে।
মোঃ এমদাদ মিয়া লিখেছেন, রাইট।
ক্ষণিকের মুসাফির লিখেছেন, আপনাকে নিয়ে চা খাওয়ার ইচ্ছে করতেছে। আমি কিন্তু ভোটার নয়, এজন্য আমি বিল দেব। মেয়র সাব।
মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জনাব। আপনার সুন্দর সিদ্ধান্ত, যা জনগণের পক্ষে।
কাজী এন আজিজ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ।
ক্ষণিকের মুসাফির লিখেছেন, আপনি এখান কোথায় আছেন।
মোঃ সুহেল আহমদ লিখেছেন, ধন্য মামা।
সেবুল সরদার লিখেছেন, সঠিক সিদ্ধান্ত, তোমাকে চা খাওয়ার দাওয়াত দিলাম।
আহসান হাবিব তালুকদার লিখেছেন, খুব সুন্দর চিন্তা ভাবনা।
মোঃ জিল্লুর লিখেছেন, মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
ক্ষণিকের মুসাফির লিখেছেন, আমার পক্ষ থেকে গ্রীন টির দাওয়াত।
আহসান হাবিব তালুকদার লিখেছেন, যে কোন নির্বাচন, মাইকিং বন্ধ করা দরকার।
এ আর রশিদ চৌধুরী লিখেছেন, আসলেই ভাই তুমি আমাদের সমাজের যোগ্য প্রার্থী। তোমার মত মানসিকতা সবার নেই, তাই দোয়া করি আল্লাহ তোমার আশা পূরণ করবেন। আর তুমি একদিন হলেও সফল হবে। আমরা সাথে আছি সেলুট বস।
আশার আলো লিখেছেন, স্বপ্নের শেখড়ে যেতে পারবেন। কারণ তুমি একজন ভালো মনের মানুষ।
মুহিবুর মুন্না লিখেছেন, সচেতন নাগরিক।
কবির আহমদ লিখেছেন, অগ্রিম পরাজয়ের ইঙ্গিত পেয়ে মাইকিং কমিয়ে দিলেন ভাই।
দিরাই পৌরসভা লিখেছেন, ইনশাআল্লাহ আপনাকে যদি আমরা জয়যুক্ত না করতে পারি, তাহলে এটা হবে আমাদের সবচেয়ে ব্যর্থতা!! আমাদের বিবেকের কাছে মনুষ্যত্বের কাছে আমাদের হারতে হবে। ভালোবাসা এবং দোয়া অবিরাম আপনার জন্য।
ইমদাদ সরদার লিখেছেন, তুমি মাইকিং বন্ধ করার কারণে অনেক ধন্যবাদ। আশা করি তোমার ভিন্ন ধরণের প্রচার অনেকের আকৃষ্ট করবে।