শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ‘অন্যের টাকা নিয়ে আমি কী করব! খেটে যা রোজগার করব, তা দিয়েই সংসার চলে যাবে।’ ধনী কিংবা অত্যন্ত স্বচ্ছল কোনো ব্যক্তি নয়; এই ভাষ্য একজন রিকশাওয়ালার। ফেলে যাওয়া এক নারীর গহনার ব্যাগ ফেরত দিয়ে এবার আলোচনায় তিনি। ভারতের উত্তর দিনাজপুরের ইসলামপুরের ওই রিকশাচালক নুরমহম্মদ এজন্য পুরস্কারও পেয়েছেন। জানা গেছে, নবমীর রাতে (বৃহস্পতিবার) তার রিকশায় ওই এলাকার রতনবাবু আর তাঁর স্ত্রী রুমকি সোনার গহনা ভর্তি একটি হাতব্যাগ ফেলে যান। নুর ঘটনাটি আরেক রিকশাচালককে জানান। তারা দু’জনে মিলে ঘটনাটা জানান স্থানীয় এক পূজা কমিটির সদস্যকে। তাদের কথামতো ওই সদস্য ব্যাগ থেকে ফোন বের ফোন ঘেঁটে রতন পালের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেন। শেষমেশ অবশ্য ব্যাগের মালিক ফিরে পেয়েছেন তার গহনা। পুলিশের সামনেই ব্যাগ হস্তান্তর করেন নুর। প্রায় ৬ ভরির সোনার গয়না, মোবাইল ফোন ছিল ওই ব্যাগে। পুলিশ জানিয়েছে, ব্যাগ ফেরত দেওয়ার পর নুরকে আড়াই হাজার টাকা তুলে দিয়েছেন রতন। এ সময় রতন বলেন, ‘ওঁর সততার তুলনা হয় না।’