মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদলে প্রতিষ্ঠিত ২০ শয্যা হাসপাতালের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এই কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ দিরাইয়ের প্রত্যন্ত অঞ্চলের জগদল গ্রামে ২০ শয্যা হাসপাতালটি উদ্বোধন করা হয়েছে।
জগদল গ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নানু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, শেখ আব্দুল লতিফ ও ইমরুল হাসান সজলের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ নূরুল হুদা মুকুট, সাবেক সচিব ও হাসপাতালের প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল করিম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশাররফ মিয়া, মোঃ আবুল কাশেম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শামীম আহমদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, দীপংকর তালুকদার, আব্দুল কাইয়ুম, শাহ আলী রব, মুখলিছুর রহমান লাল মিয়া, ডা. মামুনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডা. মোঃ শামছুদ্দিন আহমদ প্রমুখ।