শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বালু পাথর উক্তোলন বন্ধ করে কৃষি জমির রক্ষার দাবিতে মানব বন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার উপজেলার পাটলাই মরানদী (মৃত)’র তীরে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের ১০ গ্রামের সংক্ষুদ্ধ মানুষজন এ মানববন্ধন কর্মসুচী পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,উপজেলার সীমান্তনদী জাদুকাটার শাখা পাটনাই মরা নদীপথে শুস্ক মৌসমে পানি প্রবাহ বন্ধ থাকে।
এই সুবাধে প্রভাবশালী মহল গত এক যুগের বেশী সময় ধরে ওই নদীতে থাকা আবাদযোগ্য কৃষি জমি,ফলজ সবজি জমি ও জেগে উঠা চর হতে নিজেদের ইচ্ছেমত ড্রেজার সেইভ মেশিন দিয়ে অবৈধভাবে বালু পাথর উক্তোলন করে পিক আপ,হ্যান্ড ট্রলি,টেলাগাড়ি বোঝাই করে বালু পাথর অনত্র বিক্রয় করে আসছেন।
শুস্ক মৌসুমে পানি প্রবাহ না থাকায় এলাকার দশ গ্রামের কয়েক’শ পরিবারের মানুষজনের নিজেদের রেকর্ডকৃত ও দখলে থাকা খাঁস খতিয়ানভুক্ত জমিতে ধান সহ মৌসুমী শাকসবজি আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
কিন্তু প্রভাবশালী মহল সম্প্রতি ওই নদীতে শুস্ক মৌসুমে নিরীহ মানুষজনের আবাদযোগ্য কৃষি জমি ও ফলজ সবজি জমি, জেগে উঠা চর হতে অবৈধভাবে বালু পাথর উক্তোলন কাজ অব্যাহত রাখায় আবাদযোগ্য কৃষি জমি ফলজ সবজি জমি বিরান ভুমিতে পরিণত হচ্ছে।
অনতিবিলম্বে পাটনাই মরা নদী হতে বালু পাথর উক্তোলন কাজ বন্ধ করন ও বালূ পাথর উক্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ কৃষক, আব্দুল মালেক, কাচু মিয়া, মনসুর আলী, আব্দুল বারেক, শাহাব উদ্দিন, শাহারুল মিয়া, মেহেরুন নেছা প্রমুখ।