শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
কোভিট-১৯ করোনা ভাইরাসের ব্যাপকতার কারণে মাহে রমযানের করণীয় নির্ধারণ করতে আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ জরুরি ভিত্তিতে বৈঠক দরগাহপুর মাদরাসায় গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা শাহনূর আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল গফুর, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আব্দুল হাফিজ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২৮ শাবান অনুষ্ঠিতব্য ক্বিরাআতের সাধারণ সভা, দস্তারবন্দী সম্মেলনের বাস্তবায়ন কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে। তাছাড়া আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে মাহে রমযানে খামিছ ও সনদ জামাতে অনাবাসিকভাবে প্রধান কেন্দ্রে শুধুমাত্র ভর্তি কার্যক্রম চালু থাকবে।