বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
সুজায়াত আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে বুধবার সকালের বজ্রপাতে একই পরিবারের ২ ভাইসহ ৫ জন হতাহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে ফখরুল ইসলাম (৪৭) ও ফজলু মিয়া (৪৫)। জানা যায়, ২৮ এপ্রিল বুধবার সকালে মধুরাপুর গ্রামের তলেরবন হাওরে কৃষি জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন ফখরুল (৪৭) ও ফজলু (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। তারা হলেন সাজনুর, হাবিব হোসেন ও লাদেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, বুধবার সকালে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।