শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দলের দূর্দিনে হঠাৎ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ‘অবসরের ঘোষণা’ দলের মধ্য নতুন আলোচনা-সমলোচনার সৃষ্টি হয়েছে । অনেকেই ধরণা করছেন দলীয় কোন্দলের কারণে রাজনীতি থেকে অবসর নিতে পারেন তিনি। হঠাৎ করে ‘শমসের মবিনের’ রাজনীতি থেকে অবসরের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, আমি জানিনা তিনি রাজনীতি থেকে অবসর ঘোষণা করেছেন কি না। তবে রাজনীতি করার যেমন মানুষের স্বাধীনতা আছে, তেমন না করার স্বাধীনতা আছে। আমি বিশ্বাস তিনি যে অবস্থায় থাকেন জাতীয়তাবাদী দলের সাঙ্গেই থাকবেন। তিনি বলেন, আমরা যে হারানো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছি সেই আন্দোলন সংগ্রামে তাকে পাশে পাবো। জাতীয়তাবাদী রাজনীতি থেকে বিছিন্ন হবেন না তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিঠি দিয়ে দল থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ‘শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি বলেও জানিয়ে শমসের মবিন। রাজনীতি থেকে অবসরের বিষয়ে শমসের মবিন বলেন, বুধবার সন্ধ্যায় আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিঠি দিয়েছি। আমি নিজে ভারপ্রাপ্ত মহাসচিবের বাসায় গিয়ে চিঠি দিয়ে এসেছি। তিনি আমার চিঠি গ্রহণ করেছেন এবং আমাকে একটি রিসিভড কপি দিয়েছেন।’ শমসের মবিনের রাজনীতি জীবনের শেষ চিঠিতে যা লিখেছেন পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
মান্যবর,
বেগম খালেদা জিয়া
মাননীয় চেয়ারপার্সন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
মাননীয় চেয়ারপার্সন,
আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করিবেন। আপনি নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমি গুরুতরভাবে আহত হয়েছিলাম। সে কারণে আমাকে বিভিন্ন সময় দেশে-বিদেশে নানাবিধ চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। আমার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার কারণে আমি অনতিবিলম্বে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবসর গ্রহণের প্রেক্ষিতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল পদ থেকেও পদত্যাগ করলাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্বাস্থ্যগত সীমাবদ্ধতার মধ্য থেকে মুক্তিযোদ্ধার মূল্যবোধকে সামনে রেখে দেশ ও জাতীয় কল্যাণে কাজ করার প্রয়াস আমার চিরকাল থাকবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদন্তে
(সমশের এম চৌধুরী, বীর বিক্রম)