শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: শুধু ব্লগার-লেখক বা প্রকাশক নয়, প্রতিটি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন দুর্বৃত্তদের হামলায় নিহত অভিজিৎ রায়ের বাবা অজয় রায়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মুক্তচিন্তার সংহতি সমাবেশে এ আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষক। সভাপতির বক্তব্যে অধ্যাপক অজয় রায় বলেন, ‘শুধু ব্লগার হত্যাকাণ্ড না, সাধারণ হত্যাকাণ্ডেরও আমি বিচার চাই। এবং প্রতিটি হত্যাকাণ্ডের নায়ককে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। সংগ্রাম ছাড়া কোনো অধিকার আদায় করা যায় না। যতদিন পর্যন্ত অভিজিৎ, দীপনের হত্যাকাণ্ডের নায়ককে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারছি, ততদিন পর্যন্ত আমার সংগ্রাম চলবেই, চলবেই, চলবেই।