শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাই উপজেলা নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন করতে হলে সবার আগে নারীবান্ধব কর্মসূচি হাতে নিতে হবে, অন্যথায় তারা সব সময়ই পিছিয়ে থাকবে। এজন্য স্থানীয় সরকারের সর্বস্তরে নারীবান্ধব প্রকল্প হাতে নিলে সমাজের অগ্রগতি অর্জন সম্ভব হবে।’ গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষে উপজেলা ফোরাম পরামর্শ সভায় উপরোক্ত কথাগুলো বলেন। ফোরামের সভাপতি রাজরাণী চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। ব্র্যাক (এসএলজি) ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর ছাবিনা বেগম, মহিলা মেম্বার অর্পণা রাণী সূত্রধর, শিউলী রাণী চক্রবর্তী, ঝরণা রাণী দাস, হাসিনা আক্তার, মজিদা খাতুন, রেনুকা বেগম ও রেখা রাণী প্রমুখ। সভায় সহায়ক হিসেবে ছিলেন ব্র্যাক আইডিপির এমআইএস মোঃ মনিরুজ্জামান ও দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার। দিরাই উপজেলা ফোরাম আয়োজিত এ সভায় সহযোগিতা করেছে ব্র্যাক সামাজিক কর্মসূচি ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ।