শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার : দিরাইয়ে স্বেচ্চাশ্রমে একটি সড়ক মেরামত করেছে গ্রামের লোকজন। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুরাতন কর্ণগাঁও গ্রামে গতকাল রোববার সকালে প্রায় আড়াইশ পরিবারের লোকজন স্বেচ্ছাশ্রমে মেইন সড়ক থেকে বাড়ি পর্যন্ত এই রাস্তার কাজ করেন। আবাল-বৃদ্ধ-বণিতা এই কাজে অংশগ্রহণ করেন বলে জানা যায়। জানা গেছে, গ্রামের ‘একতা যুব উন্নয়ন ক্লাব’-এর সভাপতি মোঃ লীল মিয়ার আন্তরিক প্রচেষ্টায় এই কাজ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা হরলাল দেবনাথ, দেবেন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক আমির হোসেন আপন, ক্যাশিয়ার শফিকুল ইসলাম শাহজাহান, প্রচার সম্পাদক অঞ্জন দেবনাথ, সদস্য সঞ্জিত বিশ্বাস, সুকেশ সরকার, গ্রামের গণ্যমান্য বাবুল সরকার, ধরণী বিশ্বাস, প্রতাপ বিশ্বাস, মোহনলাল বিশ্বাস ও রাজেন্দ্র বিশ্বাস রাজু প্রমুখ।