শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া স্ত্রী, বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়া সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। কিবরিয়া পরিবারের পক্ষ থেকে শাহ এএমএস কিবরিয়া ও আসমা কিবরিয়া ছেলে ড. রেজা কিবরিয়া সবার কাছে মায়ের আত্মার মাগফেরাত কামনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে সরকারপ্রধান শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। বিকালে আসরের পর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজা হবে। আর মাগরিবের পর বনানী কবরস্থানে আবার জানাজার পর সেখানেই তাকে দাফন করা হবে। ১৯৩৭ সালে জন্ম নেওয়া আসমা চিত্রকলা নিয়ে লেখাপড়া করেন নিউ ইয়র্কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে। ওয়াশিংটনে সমসাময়িক মার্কিন শিল্পীদের সঙ্গে কাজের সূত্র ধরে বিমূর্ত ধারার চিত্রকলায় প্রভাবিত হন তিনি। তার কাজ নিয়ে ব্যাংককসহ বিভিন্ন শহরে এ পর্যন্ত দশটি একক প্রদর্শনী হয়েছে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী আওয়ামীলীগ নেতা শাহ এএমএস কিবরিয়া। কিবরিয়া ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামীলীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ওই হত্যাকাণ্ড নিয়ে পুলিশের প্রথম দিকের দেওযা তদন্ত প্রতিবেদন নিয়ে আপত্তি ছিল আসমার। কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রেও ‘আসল অপরাধীদের’ আড়াল করা হয়েছে বলে অভিযোগ ছিল তার। স্বামীর হত্যার বিচারের দাবিতে ‘শান্তির জন্যে নীলিমা’ শীর্ষক এক প্রতিবাদ কর্মসূচির সূচনা করেছিলেন আসমা কিবরিয়া। ২০০৭-০৮ সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ওই কর্মসূচি চালিয়ে নিতে বাধা দেওয়া হয় বলেও তার অভিযোগ ছিল। শাহ এএমএস কিবরিয়া ও আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ। আর তাদের মেয়ে নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক।