মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির চন্দ্রঘোনা থানার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ উসাইং মারমা (৩০), হত্যা মামলার পলাতক মংচিংউ প্রকাশ অংক্ষিয় মারমা (২৫)-কে যৌথ বাহিনী ও কুকুউ মার্মা (৩৮)-কে দেশী মদসহ পুলিশে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে অস্ত্র-কার্তুজসহ উসাইং মারমা ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত মংচিংউ প্রঃ অংক্ষিয় মারমাকে যৌথ খামার এলাকা থেকে আটক করে। পৃথক অভিযান চালিয়ে পুলিশ বাঙ্গালহালিয়া সিনেমা হল এলাকা থেকে ২২ লিটার চোলাই মদসহ মংচিংউ প্রঃ অংক্ষিয় মারমাকে আটক করে।
আটক ৩ জনকে শুক্রবার আদালতে তোলা হবে বলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী নিশ্চিত করেছেন।