শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দেশে অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে মোট ৬০ জন চেয়ারম্যান, ৩৬৭ জন সাধারণ সদস্য ও ১০৯ জন সংরক্ষিত আসনের সদস্য পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা জমা দেন।
দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে ৬ জন, ভাটিপাড়া ইউনিয়নে ৬ জন, রাজানগর ইউনিয়নে ৬ জন, চরনারচর ইউনিয়নে ৭ জন, দিরাই সরমঙ্গল ইউনিয়নে ৮ জন, করিমপুর ইউনিয়নে ৭ জন, জগদল ইউনিয়নে ৬ জন, তাড়ল ইউনিয়নে ৬ জন, কুলঞ্জ ইউনিয়নে ৮ জন।
সাধারণ সদস্য পদে রফিনগর ইউনিয়নে ৩৬ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৩ জন। সাধারণ সদস্য পদে ভাটিপাড়া ইউনিয়নে ৩৫ জন, সংরক্ষিত আসনের সদস্য ১২ জন। সাধারণ সদস্য পদে রাজানগর ইউনিয়নে ৪১ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৫ জন। সাধারণ সদস্য পদে চরনারচর ইউনিয়নে ৫১ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৭ জন। সাধারণ সদস্য পদে দিরাই সরমঙ্গল ইউনিয়নে ৪০ জন, সংরক্ষিত আসনের সদস্য ৯ জন। সাধারণ সদস্য পদে করিমপুর ইউনিয়নে ৩৫ জন, সংরক্ষিত আসনের সদস্য ১০ জন। সাধারণ সদস্য পদে জগদল ইউনিয়নে ৩৮ জন, সংরক্ষিত আসনের সদস্য ৯ জন। সাধারণ সদস্য পদে তাড়ল ইউনিয়নে ৪০ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৩ জন। সাধারণ সদস্য পদে কুলঞ্জ ইউনিয়নে ৫১ জন, সংরক্ষিত আসনের সদস্য ১১ জন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্মসচিব (সিসি) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত গত ১০ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ি ২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, বাছাই ২৯ নভেম্বর সোমবার, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর সোমবার, ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থাকলেও এইচএসসি পরীক্ষার জন্য ২৬ ডিসেম্বর হতে পারে।