শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
বার বার মনোনয়ন চেয়েও না পেয়ে এবার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। দলে গ্রহণযোগ্যতা থাকার পরও দলীয় মনোনয়ন নৌকা প্রতীক না পাওয়ার লজ্জায় এবার চাপে রাখবেন দলের প্রার্থীকে। এমন ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন সূত্রে। তাছাড়া উন্নয়ন বঞ্চিত হওয়ায় সাধারণ ভোটাররাও এবার ভোট দেবেন ভেবে-চিন্তে।
চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে রাজানগর ইউনিয়নে হলেন মোঃ রানা মিয়া (অটোরিকসা), জহিরুল ইসলাম (চশমা), মোঃ রুনু মিয়া সর্দার (আনারস), নওশেরান চৌধুরী (ঘোড়া), মোঃ নূরুল আমিন (মোটর সাইকেল), মোঃ সফিকুল হক তালুকদার (নৌকা)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মোঃ আবু বকর (মোরগ), মোঃ গোলাপ উদ্দিন (আপেল), মোঃ রবিআুল আলম রানা (ফুটবল), মোঃ শাহজাহান ইসলাম (তালা), ২নং ওয়ার্ডে অভিজিৎ তালুকদার (তালা), নকুল কুমার দাস (ফুটবল), মোঃ আব্দুল ওয়াদুদ (টিউবওয়েল), মোঃ জসিম উদ্দিন (মোরগ), মোঃ সবুর হোসেন (ভ্যানগাড়ি), মোঃ মুনসুর আলী (ঘুড়ি), ৩নং ওয়ার্ডে মোঃ আজাদ চৌধুরী (মোরগ), মোঃ আবু তাহের (তালা), মোঃ সেরাবুল ইসলাম (ফুটবল), ৪নং ওয়ার্ডে অরুণ চন্দ্র আচার্য্য (তালা), মোঃ চান মিয়া (মোরগ), মোঃ রেজাউল করিম (ফুটবল), সখীচরণ দাস (টিউবওয়েল), ৫নং ওয়ার্ডে আনোয়ার পাশা (টিউবওয়েল), মোঃ আমরাজ তালুকদার (মোরগ), মোঃ আলী আকবর (আপেল), সজল দাস (তালা), সুদীপ চন্দ (ফুটবল), ৬নং ওয়ার্ডে জ্যোতিষ দাস (তালা), নিত্যানন্দ তালুকদার (ফুটবল), বিপ্লব তালুকদার (টিউবওয়েল), মোঃ ফয়জুর রহমান (মোরগ), ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (ভ্যানগাড়ি), নকুল দাস (তালা), মোঃ আব্দুল বারিক (বৈদ্যুতিক পাখা), মোঃ শুকুর আলী (মোরগ), মোঃ শামসুল হক (টিউবওয়েল), রেনু মিয়া (ফুটবল), রমজান আলী (আপেল), ৮নং ওয়ার্ডে মোঃ ছাইদ আহমদ (তালা), মোঃ মছদ্দর মিয়া (ফুটবল), মোঃ মান্নান (আপেল), মোঃ হাছান মিয়া (মোরগ), ৯নং ওয়ার্ডে আজাদ মিয়া (মোরগ), গোলাম জিলানী (তালা), মোঃ লুৎফুর রহমান (ফুটবল), রিপন ভট্টাচার্য (আপেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংরক্ষিত সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মাজেদা আক্তার (সূর্যমুখী ফুল), মোছাঃ রাজিয়া বেগম (তালগাছ), মোছাঃ রানিয়া বেগম (মাইক), মোছাঃ শাহনাজ বেগম (বক), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে অর্পনা সূত্রধর (বক), কবিতা রাণী দাস (মাইক), ডলি রাণী তালুকদার (তালগাছ), বিউটি রাণী দাস (বই), মিনারা বেগম (হেলিকপ্টার), সবিতা রাণী তালুকদার (সূর্যমুখী ফুল), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে নেওয়া বেগম (সূর্যমুখী ফুল), ফুলতারা বেগম (হেলিকপ্টার), মোছাঃ আছমিনা আক্তার (মাইক), রেনু বিবি (জিরাফ), হিরণ মালা বেগম (তালগাছ) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৮৩ জন, এরমধ্যে পুরুষ ৯ হাজার ১৫৯ জন ও নারী ৯ হাজার ২২৪ জন।