মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানরা দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালে সমাজ থেকে অন্ধকার দুর হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
শহরের রিজার্ভ বাজারে শনিবার মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের বই, শিক্ষা উপকরণ ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নন্দন দেবনাথ’র সভাপতিত্বে ছাত্র ছাত্রীদের বই, শিক্ষা উপকরণ ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদ’র ও জেলা পরিষদ’র সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ, পূঁজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, বাসস রাঙামাটির প্রতিনিধি মনসুর আহম্মেদ, পূর্বদেশ প্রতিনিধি মোঃ কামাল উদ্দিনসহ মাষ্টার হারাধন দেবনাথের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এবারও ২ শতাধিক শীতার্থের মাঝে কম্বল, ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বই বিতরণ করা হয়।