মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ রশিদ মিয়ার উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে মঙ্গলবার বিকেলে থানাপয়েন্টে এক মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ রশিদ মিয়া, দিরাই সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর রফিকুল ইসলাম তালুকদার, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রফেসর মোস্তাহার মিয়া মোস্তাক, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমি দিরাইয়ের চেয়ারম্যান শাজাহান সিরাজ, জাতীয় পর্যায়ে যুব উন্নয়নে পুরষ্কারপ্রাপ্ত উদ্যোক্তা মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত অফিসার এডভোকেট মোঃ তুরুন মিয়া, শিক্ষক সেলিম চৌধুরী, সংস্কৃতিবিদ মুজিবুর রহমান, মুসলেহ উদ্দিন, মোঃ জাকির, মোঃ বকুল চৌধুরী, আমির হোসেন ও সুমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দিরাই পৌর কর্তৃপক্ষ, দিরাই বাজার কমিটি ও প্রসাশন কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কাজ করে শব্দদূষণ প্রতিরোধে কাজ করতে হবে। প্রয়োজনে জরিমানার ব্যবস্থাও বাস্তবায়ন করতে প্রশাসনকে অনুরোধ জানানো হয়।