শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে র্যালী পরবর্তী আলোচনা সভার শুরুতে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাধি প্রাঙ্গণে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক দলীয় নেতাকর্মী জানান, বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা দিরাই পৌর শহরের উপজেলা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সুরঞ্জিত সেনগুপ্তের সমাধি প্রাঙ্গণে অবস্থান নেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়াকে লাঞ্ছিত করেন। এর জের ধরে দুজনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। তারা উভয়েই স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার অনুসারী।
উপজেলা আওয়ামী লীগের একাধিক সিনিয়র সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের দুজনের মধ্যে হাতাহাতি হয়েছিল, আমরা বিষয়টি মীমাংসা করে দিয়েছি।