মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সাবেক সফল অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিতের জানাজায় মানুষের ঢল। আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা থেকে আগে আগে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে জড়ো হন মানুষ। ঠিক দুই টা বেজে ১৮ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।
আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শহীদ মিনারে মুহিতের মরদেহে শ্রদ্ধা জানান একে একে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: আবুল মাল আবদুল মুহিত ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার ও ডায়বেটিস রোগে আক্রান্ত ছিলেন।