বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব পাগলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম টিপু মিয়া। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামের সামনে ঘটনাটি ঘটে। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।