শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর জয়!

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ঘোড়ার লাগাম টেনে বর্তমান জেলা পরিষদের প্রশাসক নূরুল হুদা মুকুটের মোটরসাইকেল বিজয়ী হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলা সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বীপ্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।
জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৭৯ ভোট, ঘোড়া পেয়েছে ৫৩ ভোট। এছাড়া দোয়ারাবাজারে মোটরসাইকেল পেয়েছে ৪০ ভোট, ঘোড়া পেয়েছে ৭৯ ভোট। দিরাইয়ে মোটরসাইকেল পেয়েছে ৪৮ ভোট, ঘোড়া পেয়েছে ৮৪ ভোট। শাল্লায় মোটরসাইকেল পেয়েছে ২৫ ভোট, ঘোড়া পেয়েছে ২৮ ভোট। জামালগঞ্জে মোটরসাইকেল পেয়েছে ৪৪ ভোট, ঘোড়া পেয়েছে ৩৭ ভোট।
বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল পেয়েছে ৪৩ ভোট, ঘোড়া পেয়েছে ২৫ ভোট। শান্তিগঞ্জে মোটরসাইকেল পেয়েছে ৫৫ ভোট, ঘোড়া পেয়েছে ৫১ ভোট। মধ্যনগরে উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৩৭ ভোট, ঘোড়া পেয়েছে ১৫ ভোট। তাহিরপুরে মোটরসাইকেল পেয়েছে ৫১ ভোট, ঘোড়া পেয়েছে ৪৩ ভোট। ছাতকে উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৬০ ভোট, ঘোড়া পেয়েছে ১২০ ভোট। জগন্নাথপুরে মোটরসাইকেল পেয়েছে ৮৯ ভোট, ঘোড়া পেয়েছে ২৯ ভোট। ধর্মপাশায় মোটরসাইকেল পেয়েছে ৪১ ভোট, ঘোড়া পেয়েছে ৪০ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২টি কেন্দ্রের ২৪টি বুথে ভোটার ছিলেন ১ হাজার ২২৯ জন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ২১৬টি, প্রদত্ত ভোট ১ হাজার ২১৮টি, বাতিল ভোট ২টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, সারাজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র‌্যাব ও বিজিবি সতর্ক অবস্থানে ছিলো। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com