শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : প্যারিসে সন্ত্রাসী হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, প্যারিস হামলার নেপথ্য নায়ক ইসরাইল। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়। এরআগে পৃথিবীর কোথাও এ ধরনের সন্ত্রাসী হামলা হয়নি। এমনকি মধ্যপ্রাচ্যেও নয়। মাহাথির বলেন, যতক্ষন পর্যন্ত ফিলিস্তিন সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এ ধরনের হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ পশ্চিমা বিশ্বের একজন কট্টোর সমালোচক হিসেবে পরিচিত। গত শুক্রবার রাতে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত হয়। ফ্রান্স এ হামলার জন্য আইএসকে দায়ী করেছে। এক বার্তায় আইএসও এ হামলার দায় স্বীকার করেছে বলে বলা হচ্ছে।