শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ইংল্যান্ডের বার্মিংহামস্থ মাদরাসাতুত তাকওয়া ও মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট দানবীর, লন্ডন প্রবাসি ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হকের অর্থায়নে বাস্তবায়িত বেশ কয়েকটি কাজ দেখতে সোমবার দিনব্যাপি প্রোগ্রামের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড়, শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া ও জগন্নাথপুর উপজেলার পাটলী সফর করেন।
এ সময় তার সাথে ছিলেন পাটলী মাদরাসার শিক্ষাসচিব মাওলানা সালিম উদ্দিন, মুহাদ্দিস মাওলানা আহম ফখরুদ্দিন আহমদ।
জানা যায়, সোমবার বাদ মাগরিব চাতলপাড় গ্রামের শায়খ মাওলানা আবুল কাসেমের বাড়িতে আসেন লন্ডন প্রবাসি ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।
এ সময় তিনি মরহুম শফিকুল ইসলামের সন্তানদের জন্য তার অর্থায়নে নির্মিত ঘরটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে গ্রামে দুইটি টিউবওয়েল দেয়ার ঘোষণা দেন।
পরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মহিলা মাদরাসার পাশে তার অর্থায়নে নির্মিত মসজিদ পরিদর্শনে যান। এর আগে তিনি যোহরের নামায আদায় করেন জগন্নাথপুর উপজেলার পাটলী মাদরাসায়।
সংক্ষিপ্ত বয়ানে ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হক বলেন, সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় আপনারা অনেক কষ্ট করেছেন। আমরা সাধ্যমত চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দিতে। তবে তা সবার জন্যই অপ্রতুল ছিল। তিনি সবাইকে মানুষের সাথে ভালো আচরণ ও মানুষের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এদিকে আমার সুরমা ডটকম সম্পাদক, সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার লিখিত ‘ইতিহাস ঐতিহ্যে সুনামগঞ্জের ক্বওমী মাদরাসা’ ও ‘মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. : জীবন ও কর্ম’ বই দুটি ইংল্যান্ডের বার্মিংহামস্থ মাদরাসাতুত তাকওয়া ও মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক, লন্ডন প্রবাসি ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হকের হাতে সৌজন্য কপি তুলে দেন।