শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করণের লক্ষ্যে স্থায়ী কমিটির রিপ্রেসার্স কর্মশালা ১৬ নভেম্বর রোববার সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, পরিষদের সদস্যা ফাতেমা বেগম, সমতেরা বেগম, সদস্য নিশিকান্ত দাস, নজির আহমদ, সুমিত তালুকদার, মোঃ আব্দুল হক, সাহাব উদ্দিন আহমদ, মনোরঞ্জন দাস, তেরাব আলী, সচিব আব্দুল্লাহ আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর দিরাই সরমঙ্গল ইউনিয়নের সমন্বয়কারী শাহনাজ আক্তার সুমি প্রমুখ।
বক্তারা বলেন, একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনের জন্য যেমনি নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে, তেমনি সাধারণ জনগণেরও অনেক দায়িত্ব আছে। পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হলে সুপরামর্শের পাশাপাশি নিয়মিত কর আদায় করতে হবে। কর্মশালাটির আয়েজন করেছে দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদ ও সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্ট।