শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে বুধবার সকালে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে। রাঙামাটি কোতয়ালী থানা প্রাঙ্গনে সকাল ১১টায় জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ উপস্থিত থেকে স্থানীয় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলামসহ পদস্থ কর্মকর্তাগণ। এ সময় ৩০০ জন হতদরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়।