শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর’ মাদরাসার ৬৫তম বার্ষিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ চান্দিপুরী। মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মাওলানা আশরাফ আলী হরষপুরী, সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বছীর, মাওলানা আনোয়ার হুসাইন সুনামগঞ্জী, মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জী প্রমুখ।
সভায় বোর্ডের বিগত কেন্দ্রীয় উত্তীর্ণদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করা হয়। আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহসহ দেশি-বিদেশিদের জীবিত ও মৃতদের জন্য বিশেষ দোয়া করা হয়।