রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
নিখোঁজ হওয়ার তিনদিন পর সুনামগঞ্জের দিরাইয়ে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করা হয়েছে।
দিরাই থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার জগদল ইউনিয়নের নতুন জগদল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলী উসমান (৫) নামে এক শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সোমবার সকাল ১০টায় গ্রামের দক্ষিণের একটি ডোবা থেকে তার অর্ধেক পোতা লাশ উদ্ধার করা হয়।
নিহতের চাচা হুশিয়ার মিয়া জানান, গত শনিবার ইফতারের সময় আমার বাড়ির সামনের টিউবওয়েলে ছিল আলী উসমান। এ সময় মামাতো ভাই মুজাহিদুল ইসলাম (১৩) গোসল করতে আসে। এরপর থেকে আলী উসমান ও মুজাহিদুল ইসলামকে খোঁজ পাওয়া যাচ্ছে না। রাতভর খোঁজাখুঁজির এক পর্যায়ে মুজাহিদুল ইসলামকে ধান ক্ষেতের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসি। এরপর তাকে অনেক জিজ্ঞাসাবাদ করলেও সে কিছুই জানে না বলে জানায়। গতকাল (সোমবার) সকালে এক কৃষক মাঠে গরু নিয়ে যাওয়ার সময় ডোবাতে অর্ধ পোতা শিশুর লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা গিয়ে নিশ্চিত করি আলী উসমানের লাশ। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও চেয়ারম্যানকে খবর দিলে তারা বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মুজাহিদুল ইসলামকে আটক করে নিয়ে যায়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করি। জিজ্ঞাসাবাদের জন্য মুজাদিুল ইসলামকে নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।