বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বাড়ি থেকে নৌকায় সড়কে আসার পথে ডুবে গিয়ে আপন তিন ভাই ও বোনের সলিল সমাধি হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদরে।
জানা যায়, রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার তিন সন্তান তন্নি বেগম (১২), তান্নি বেগম (৮) ও ছেলে রবিউল ইসলাম (৩) বাড়ি থেকে সড়কে নৌকা দিয়ে আসতে চাইলে হাওরের স্রোতে ভেসে গিয়ে তা ডুবে যায়।
স্থানীয় ইউপি সদস্য মহিনুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। তাদের মা-বাবা বাড়িতে না থাকায় এবং বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।