শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
মাত্র একদিনের ব্যবধানে সুনামগঞ্জের দিরাইয়ে কাঁচা মরিচের দাম কমেছে দুইশত টাকা। শনিবার দিরাই বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৬শত টাকা, রোববার সেটি বেড়ে ৭শত টাকায় গিয়ে দাঁড়ায়। আর গতকাল সোমবার এর দাম কমে ৫শত টাকায় এসেছে।
সরেজমিন দিরাই বাজার ঘুরে দেখা গেছে, অতিবৃষ্টির কারণে জেলার অন্যতম ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত দিরাই বাজারে কাঁচা মরিচের সরবরাহ ঘাটতি দেখা দিলে হঠাৎ করেই এক লাফে ৩শত টাকা কেজি থেকে ৭শত টাকায় দাঁড়ায়। কিছু দোকানে দেখা গেছে নামমাত্র কাঁচা মরিচ রয়েছে। ব্যবসায়িরা জানান, হঠাৎ অতিবৃষ্টির কারণে আমাদের কাছে সরবরাহ কমে গেলে দেশের অন্যান্য বাজারের তুলনায় মূল্য কম ছিল। তবে সরবরাহ বেড়ে গেলে দামও কমে আসবে বলে জানান ব্যবসায়িরা।