মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে গত বছরের মতো এবারও বন্যার আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। স্থানীয় প্রশাসন বন্যার পূর্বাভাস দিলেও তারা বলেছেন, এখনও বিপদসীমার উপরে পানি আসেনি।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আসা অবিরাম বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে দিরাইয়ে পানি বৃদ্ধির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে নিচু এলাকায় যারা নতুন ঘর করেছেন, তাদের অধিকাংশই পানিতে ডুবে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের দিরাই অফিসের উপ-সহকারি প্রকৌশলী শাখা কর্মকর্তা (এসও) এ.টি.এম. মোনায়েম হোসেন জানান, গতকাল পর্যন্ত দিরাইয়ে পানি বৃষ্টি ছিল ৬ দশমিক ৬ সেন্টিমিটার, বন্যার পানি সীমা অতিক্রম করেছে। আরও দু’একদিন পানি বৃদ্ধি হলে বন্যা হওয়ার আশঙ্কা বিদ্যমান। অনেক নিচু এলাকার ঘরে পানি প্রবেশ করে ফেলেছে।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, আমাদের দিরাইয়ে বন্যার পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি। গতকাল পর্যন্ত পানি বৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ সেন্টিমিটার, যা বন্যার পানি বৃদ্ধির সীমার চেয়ে বেশি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃষ্টি ও উজানের পানির প্রভাবে এভাবে বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উপজেলার সকল বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের ভবনসমূহ প্রস্তুত রয়েছে। সরকারি কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।