বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

amarsurma.com
সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ আদালত প্রাঙ্গনে সংবাদ সংগ্রহকালে স্কুলছাত্রী রাজনা হত্যাকাণ্ডের আসামি সালমান কর্তৃক দৈনিক সুনামকণ্ঠের স্টাফরিপোর্টার ও আরটিভির সাংবাদিক শহীদনূর আহমেদকে প্রাণনাশের প্রতিবাদ ও রাজনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় গণমাধ্যম দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সাংবাদিকবৃন্দ।
পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি রাজন চন্দের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দেশব্যাপি সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন হুমকিস্বরূপ। দেশব্যাপি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় দিন দিন এসব অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। বক্তারা বলেন, স্কুলছাত্রী রাজনাকে বর্বরোচিতভাবে হত্যার পর তার লাশ বস্তাবন্দি করে ফেলে রেখেছে। এই রহস্যজনক হত্যাকাণ্ডের সাথে তার আপন চাচাতো ভাই সালমান মিয়ার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।
অপরাধীকে আদালতে হাজির করার সময় আদালত প্রাঙ্গনে সংবাদ সংগ্রহকারী সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়া চরম আস্ফালন ও আইন অমান্য করা। স্কুলছাত্রী রাজনা হত্যার সাথে জড়িত সালমান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিক শহীদনূরকে হুমকির তদন্তের দাবি করেন সাংবাদিকরা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, ৭১ টেলিভিশনেন প্রতিনিধি শামস শামীম, সিনিয়র সাংবাদিক শামছুল কাদির মিসবাহ, ভোরের কাগজের প্রতিনিধি সাজ্জাদ হোসেন, জয়ন্ত সেন, হাবিবুল্লাহ হেলালী, আব্দুল্লাহ আল মামুন, শংকর দত্ত প্রমুখ।
প্রসঙ্গত : গতকাল শুক্রবার স্কুল ছাত্রী রাজনা হত্যারা সাথে জড়িত চাচাতো ভাই সালমান মিয়াকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ। আদালত প্রাঙ্গনে ফুটেজ তোলার সময় সাংবাদিক শহীদনূরের দিকে বার বার তেড়ে আসে সালমান। এ সময় সাংবাদিক শহীদনূরকে হত্যার হুমকি প্রদান করেন। স্কুলছাত্রী রাজনা হত্যার পর থেকে সরজমিনে সংবাদ সংগ্রহ করে আসছিলেন এই সাংবাদিক। তাই ফুটেজ তোলার সময় ক্ষুদ্ধ হন অভিযুক্ত ঘাতক সালমান মিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com