দেশব্যাপি উপজেলা ভিত্তিক সাহিত্য মেলার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাই উপজেলা গণমিলনায়তন হলে দিনব্যাপি সাহিত্য মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এ সাহিত্য মেলায় বিভিন্ন কর্মসূচি ছিল। এরমধ্যে র্যালি, আলোচনা সভা, লেখক কর্মশালা, সাহিত্য পাঠ ও আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী। বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট ও সাহিত্যিক ব্রজন্দ্রে কুমার দার, জগদীশ চন্দ্র দাস, সাংবাদিক আল আজাদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আব্দুল তোয়াহিদ, দিরাই সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল প্রমুখ।
সাহিত্য মেলায় মূল প্রবন্ধ পাঠ করেন শুকরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত চৌধুরী। বিকেলে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য। প্রধান বক্তা বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফুল আলম।
বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এ সাহিত্য মেলার আয়োজন করা হয়।