সুনামগঞ্জের দিরাইয়ে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাওলানা শোয়াইব আহমদের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রভাষক মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা এনামুল হক প্রমুখ।
জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় আড়াইশত নারী-পুরুষ চোখের চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা, চশমা ও ঔষধপত্র সরবরাহসহ চোখের ছানী অপারেশনের জন্য প্রায় ৫০ জনকে বাচাই করা হয়।