রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন সব জাহাজ আটক: বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা ফ্লোটিলায় হামলা ইসরাইলের জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে টাওয়ার হামলেট শাখার উদ্যোগে “ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৬৯ নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত অর্ধশত দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন আগামিকাল: প্রতি পদেই লড়াই হবে হাড্ডাহাড্ডি হাউস অব কমন্সে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কের Inauguration and Achievement Awards Ceremony 2025 সফলভাবে সম্পন্ন মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের: আটক ১
লন্ডন জমিয়তের ১৫ অক্টোবর কাউন্সিল অধিবেশন সফলের আহ্বান

লন্ডন জমিয়তের ১৫ অক্টোবর কাউন্সিল অধিবেশন সফলের আহ্বান

amarsurma.com
লন্ডন জমিয়তের ১৫ অক্টোবর কাউন্সিল অধিবেশন সফলের আহ্বান

জমিয়তে উলামার শেকড় গণমানুষের হৃদয়ের গভীরে প্রোথিত, প্রয়োজন শুধু গণসংযোগের

আমার সুরমা ডটকম ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন হ্যাকনি শাখার উদ্যোগে আসন্ন কাউন্সিল অধিবেশন সফলের লক্ষ্যে গত ৯ অক্টোবর বিকেলে লন্ডনের মারকাজুল উলূম মিলনায়তনে স্বতঃস্ফূর্ত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লন্ডন হ্যাকনি শাখা সভাপতি মাওলানা আব্দুল মজিদ। সভা পরিচালনা করেন হ্যাকনি শাখা সেক্রেটারী হাফিজ রশীদ আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
সভায় বক্তাগন বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে জমিয়তে উলামার শতবর্ষী গৌরবোজ্জ্বল ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে বলেন জমিয়তে উলামায়ে ইসলাম যুগে যুগে অনুসরণীয় পূর্বসূরীদের নেতৃত্বে দ্বীন- ইসলাম ও স্বাধীনতা রক্ষার সুমহান খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আকাবিরে জমিয়তের সাথে গণমানুষের হৃদয়ের সম্পর্ক ও আধ্যাত্বিক যোগসূত্র এক ঐতিহাসিক বাস্তবতা। এজন্য সাধারণ জনগণ এসব মহা মনীষীদের সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্কের সূত্রে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে অবশ্যই একাকার রয়েছে। জমিয়তের শেকড় জনগণের হৃদয়ের গভীরে প্রোথিত। কিন্তু সময়ের ব্যবধানে দুঃখজনক হলেও সত্য যে কার্যক্রমের গতিশীলতা ব্যাহত হওয়ায় এ সম্পর্কের মধ্যে ভাটা পড়েছে। জমিয়তের ঐতিহাসিক রোডম্যাপের সাথে জনগণের সংযোগ স্থাপনের মাধ্যমে এ দূরত্বকে ঘুচিয়ে দেয়া এবং নতুন সেতুবন্ধন রচনা করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ইউকে জমিয়তের আসন্ন কাউন্সিল অধিবেশন এ লক্ষ্য সাধনে মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হেকনী শাখার সহ সভাপতি হাফিজ সাদিকুল ইসলাম ,সহ সভাপতি আশিক আলী,সহ সভাপতি আলী আহমদ,বাংলাদেশ থেকে নবাগত জমিয়ত নেতা মাওলানা জাবির হোসাইন চৌধুরী, নিউহ্যাম জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা খালেদ, লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হেকনী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,অর্থ সম্পাদক আতাউর রহমান মুজিব,সহ সেক্রেটারি সৈয়দ ছানাওর, সদস্য সাদ উদ্দীন, হাফিজ সাজিদুর রহমান,মেহেদী আকিফ,সাহ আহমেদ,আহসানুল হক মিলন প্রমুখ।
সভায় বক্তাগণ আগামী ১৫ অক্টোবর রবিবার বিকাল ৬ ঘটিকায় লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিতব্য কাউন্সিল অধিবেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জমিয়তে উলামায়ে ইসলামের কার্যক্রম কে ইউকের জমীনে আরো গতিশীল করার জন্য সকলের প্রতি বিনিত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com