শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : যাচাই বাছাই শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী করা প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের এ দুই নেতা প্রাণভিক্ষা চেয়েছেন বলে সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা নাকচ করেছেন মুজাহিদ ও সালাউদ্দিনের পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ‘প্রাণভিক্ষার যে সংবাদ শুনা যাচ্ছে তা অবিশ্বাস্য। অপরদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দলের সেক্রেটারি জেনারেলের ‘প্রাণভিক্ষা চাওয়ার’ সংবাদটি অসত্য। মূলত মুজাহিদ তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন।