শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

সুনামগঞ্জের ৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

amarsurma.com
সুনামগঞ্জের ৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জের ৫টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছিলেন। প্রার্থীদের মধ্য বিভিন্ন কারণে ৭ জনের মনোনয়ন বাতিল করেছেন সুনামগঞ্জ রিটার্নিং অফিসার। রোববার দুপুরে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ত্রুটি ধরা পড়ায় প্রাথমিকভাবে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান ও সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদের মনোনয়ন বাতিল করা হয়। সুনামগঞ্জ-৪ আসনে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা। ১ শতাংশ ভোটার তালিকায় স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন এবং ঋণখেলাপীর জন্য সুপ্রিম পার্টির আবুল ফজল মাসউদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও সুনামগঞ্জ-৫ আসনে আয়করের রিটার্ন দাখিল না করা স্বতন্ত্র প্রার্থী মনির উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল জলিল ও মনোনয়ন ফরমে তথ্যে গরমিল থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সাচ্চু বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কিছু প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে। কয়েকজন প্রার্থী মনোনয়নপত্রের তথ্যে কিছু সংশোধন হবে। তাই আগামীকাল এর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা ৫ নভেম্বরের মধ্যে কমিশনের কাছে আপিল করতে পারবেন। প্রয়োজন হলে মহামান্য হাইকোর্টেও যেতে পারবেন প্রার্থীরা।
এদিকে সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন দাখিলকৃত সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন দাখিল করেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, গণফ্রন্ট প্রার্থী মো. জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পাটির প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃণমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সেলিম আহমদ ও এম নবী হোসেন। সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, গণতন্ত্রী পার্টি মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, ঋতেষ রঞ্জন দেব, ড. মো. শামসুল হক চৌধুরীর মনোয়ন বৈধ হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টি তৌফিক এলাহী ও তালুকতার তালুকদার মো. মকবুল হোসেনের মনোনয়ন বৈধ হয়েছে। সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, জাসদ মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের মো. রুহুল ইসলাম, পিপলস পার্টির মোহাম্মদ দেলোয়ার, বিএনএমের মনোনীত প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী এনামুল কবির ইমনের মনোনয়ন বৈধ হয়েছে। সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির প্রার্থী নাজমুল আহমদ হিমেল, বিএনএফের আশরাফ হোসেন, জাকের পার্টি শেখ ইয়াকুব আলী, গণফোরামের প্রার্থী আয়্বূ করম আলী, সুপ্রিম পার্টির আবু সালেহ, পিপলস পার্টি আজিল হক, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ও আয়ূব করম আলী মনোননয় ফরম বৈধ হয়েছে।
আয়ূব করম আলী গণফোরামের প্রার্থীতা বৈধ হওয়ায় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথকভাবে মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com