বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি দিরাই-শাল্লার উন্নয়নে ড. শোয়াইব আহমদকে জয়যুক্ত করতে হবে: মাওলানা আব্দুর রব ইউসুফী
ইউরোপ জমিয়তের তিন বছর মেয়াদি কমিটির তালিকা প্রকাশ

ইউরোপ জমিয়তের তিন বছর মেয়াদি কমিটির তালিকা প্রকাশ

amarsurma.com
ইউরোপ জমিয়তের তিন বছর মেয়াদি কমিটির তালিকা প্রকাশ

আমার সুরমা ডটকম ডেস্ক:

গত ২৪ ডিসেম্বর রবিবার রাত ৮ ঘটিকায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সাধারণ সভা সংগঠনের সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডনের স্থানীয় ফোর্ড স্কয়ার মসজিদের হলরুমে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা কামাল উদ্দিন। এতে আগামী তিন বছরের জন্য নবনির্বাচিত কমিটির খসড়া উপস্থাপন করা হয় যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উল্লেখ্য গত ২৬ নভেম্বর সংগঠনটির ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে মুফতি আব্দুল হান্নান সাহেব ও মহাসচিব পদে মুফতি মাওসুফ আহমদ সাহেব পুনঃ নির্বচিত হন। পরবর্তীতে সভাপতি,সেক্রেটারি এবং সংগঠনের মুরব্বিগণ মিলে পুর্নাঙ্গ কমিটির খসড়া তৈরি করে বৈঠকে পেশ করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।

জানা যায়, উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হলেন হাফিজ মাওলানা শামসুল হক (লন্ডন), মাওলানা এখলাছুর রাহমান (বার্মিংহাম), মাওলানা ক্বারি আব্দুল করিম (লন্ডন), মাওলানা জমশেদ আলী (লন্ডন), মাওলানা আব্দুল গাফফার (লন্ডন), মাওলানা বশির উদ্দিন (লন্ডন), মাওলানা শায়খ ইয়াহয়া (অল্ডহ্যাম), মাওলানা আবু সাঈদ কামালী (শেফিল্ড), মাওলানা ক্বমর উদ্দিন (রচডেল), মাওলানা হারিছ উদ্দিন (লন্ডন), মাওলানা শায়খ সাঈদ আলী (লন্ডন), মাওলানা খলিলুর রহমান (স্কানথ্রপ), আলহাজ্ব আব্দুল জলিল (লন্ডন), আলহাজ্ব শামসুদ্দিন বানিগ্রামী (লন্ডন)।
কার্যনির্বাহী পরিষদের সভাপতি হলেন মুফতি আব্দুল হান্নান (লুটন), সহ-সভাপতি মুফতি জিল্লুল হক (লুটন), মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী (মিল্টন কিংস), মাওলানা সৈয়দ আশরাফ আলী (লন্ডন), মুফতি সাইফুল ইসলাম (ব্রাডফোর্ড), মাওলানা গোলাম কিবরিয়া (লন্ডন), মাওলানা হাফিজ মোবারক আলী (লন্ডন), মাওলানা সৈয়দ মোশাররফ আলী (লন্ডন), মাওলানা আব্দুর রব ফয়জী (বার্মিংহাম), মাওলানা আব্দুল হাফিজ (বার্মিংহাম), মাওলানা আবু তাহের ফারুক্বী (লিডস), মুফতি আব্দুল মালিক (লন্ডন), মাওলানা নাজিরুল ইসলাম (লন্ডন), মাওলানা আব্দুল আযীয ফারুকী (অক্সফোর্ড), মাওলানা আব্দুর রব (সারে), মাওলানা মিফতাহ উদ্দীন (ব্রাডফোর্ড), মুফতি জুনায়েদ আহমদ (অল্ডহ্যাম), মুফতি আজিম উদ্দিন (লন্ডন), মাওলানা মুখলিছুর রহমান (লন্ডন), মাওলানা গোলজার আহমদ (অল্ডহ্যাম)।
মহাসচিব মুফতি মাওসুফ আহমদ (লন্ডন), যুগ্ম-মহাসচিব মাওলানা মামনুন মহিউদ্দীন (লন্ডন), সহ-সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রাহমান বালাগঞ্জী (ব্রাডফোর্ড), হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ (বার্মিংহাম), মাওলানা সাদিকুর রহমান (অল্ডহ্যাম), ব্যারিস্টার হাফিজ মাওলানা হাবিবুল্লাহ (বার্মিংহাম), মাওলানা শেখ নুরে আলম হামিদী (অলসল), মাওলানা আব্দুল কাইয়ুম কামালী (অল্ডহ্যাম), মুফতি বুরহান উদ্দীন (লন্ডন), হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমেদ (রচডেল), মাওলানা জয়নাল আবেদীন (প্রেস্টন), মাওলানা শাহ মাশুকুর রশীদ (গেন্টাস্টার), মাওলানা শামছুল হক ছাতকি (লন্ডন), হাফিজ মোস্তাক আহমদ (লন্ডন), হাফিজ মাওলানা মাসুম আহমদ সাহেবজাদায়ে হযরত শায়খে কৌড়িয়া (লন্ডন), মাওলানা নাবিল আহমদ (লুটন), মাওলানা কাওছার আহমদ (লন্ডন), মাওলানা জুনায়েদ আহমদ ক্বাসেমী (পর্তুগাল), মাওলানা মোখতার হোসাইন (লন্ডন), মৌলভী আলহাজ্ব জামিল বদরুল (সান্ডওয়েল), হাফিজ ক্বারি মাওলানা মোদ্দাসসির আনোয়ার (অলসল), অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন (লন্ডন), সহ- অর্থ সম্পাদক মাওলানা উবায়দুল হক (ব্রাডফোর্ড), হাজি শায়েস্তা মিয়া (লন্ডন), মাওলানা সৈয়দ ইকবাল আহমদ (বার্মিংহাম), সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রাহমান (লন্ডন), সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকারিয়া (বার্মিংহাম), হাফিজ মাওলানা নাসির উদ্দিন আহমদ (লন্ডন), মাওলানা এনাম উদ্দীন (লন্ডন), মাওলানা সৈয়দ আব্দুল খালিক (সান্ডওয়েল), হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ (রচডেল), মাওলানা বদরুল আলম (লন্ডন), মাওলানা আকবর আলী (মানচেষ্টার), মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ (পর্তুগাল), মাওলানা শাহনূর আহমদ (ইতালি), প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী (নিউক্যাসল), সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান (লন্ডন), আলহাজ্ব মৌলভী মঈনুল ইসলাম (লিডস), মাওলানা মনসুর বিন সালেহ (লুটন), মাওলানা সাইফুল ইসলাম (লন্ডন), মাওলানা আব্দুস সামাদ মুহিব (বার্মিংহাম), শেখ শামসুল ইসলাম (ইতালি), মাওলানা আলীম উদ্দিন (স্পেইন), মোহাম্মদ ইমদাদুর রাহমান রুম্মান (লন্ডন), প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম আল-মাদানী (লন্ডন), সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আমিরুল ইসলাম (গেন্টাস্টার), মাওলানা আব্দুল হান্নান (লুটন), মাওলানা নোমান আহমদ (অলসল), মাওলানা ফখরুদ্দিন (গ্রীস), সাহিত্য সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ (লন্ডন), সহ-সাহিত্য সম্পাদক মাওলানা হাবিবুর রাহমান (ফ্রান্স), মাওলানা এমদাদুল হক (অল্ডহ্যাম), মাওলানা শিহাব উদ্দীন তালুকদার (লন্ডন), মাওলানা শাহ উবাইদুর রাহমান আবিদ (অল্ডহ্যাম), হাফিজ মাওলানা আলতাফ হোসেন (ফ্রান্স), মুফতি শামীম আহমদ (গেন্টাস্টার), মাওলানা শিব্বির আহমদ (ইতালি), যুব বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ (লন্ডন), সহ-যুব বিষয়ক সম্পাদক হাফিজ ওয়ালিদ রাহমান (লন্ডন), মাওলানা ফুজায়েল আহমদ (সারে), হাফিজ মাওলানা আব্দুল মতিন খন্দকার (মিলটন কিংস), মাওলানা এমদাদুর রহমান চৌধুরী (নিউক্যাসল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা এনাম উদ্দীন আল-আযহারী (লন্ডন), সহ-আন্তর্জাতিক সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ নোমান (লন্ডন), মাওলানা আব্দুস সাত্তার (লুটন), মাওলানা রুহুল আমীন তালুকদার (ইতালি), হাফিজ সেলিম আহমদ (ফ্রান্স), মাওলানা আব্দুল ফাত্তাহ (পর্তুগাল), তাফসিরুল ক্বোরআন সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আউয়াল (লন্ডন), সহ-তাফসিরুল ক্বোরআন সম্পাদক মাওলানা মোঃ জহির উদ্দিন (লন্ডন), মাওলানা জয়নাল আবেদীন (বার্মিংহাম), মাওলানা জহিরুল ইসলাম (অলসল), মাওলানা সৈয়দ আবু তালহা (কিডির মিনিস্টার), মাওলানা সিরাজুল্লাহ শেখ (বার্মিংহাম), দা’ওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা শফিকুল ইসলাম (লন্ডন), সহ-দা’ওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানী (লন্ডন), মুফতি আহমদ জাকারিয়া (কিডির মিনিস্টার), মাওলানা সৈয়দ ফারুক আহমদ চৌধুরী (লন্ডন), মাওলানা আব্দুল হান্নান (লন্ডন), মাওলানা মুখবিরুল ইসলাম (পর্তুগাল), মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম (লুটন), ফাতওয়া বিষয়ক সম্পাদক মুফতি বাহাউল ইসলাম (অল্ডহ্যাম), সহ-ফাতওয়া বিষয়ক সম্পাদক মুফতি লুৎফুর রাহমান বিননুরী (লন্ডন), মুফতি ফয়জুর রাহমান (লন্ডন), মুফতি মাহমুদ সানী (লন্ডন), মুফতি তাজুল ইসলাম (বার্মিংহাম), আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মাওলানা মোঃ আশরাফ আলী (বার্মিংহাম), সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুল্লাহ আল-ইমরান খাঁন (লন্ডন), রিলিফ বিষয়ক সম্পাদক সহ-রিলিফ বিষয়ক সম্পাদক হাজী আব্বাস মিয়া (লন্ডন), ক্বারি আব্দুল আহাদ (লন্ডন), হাজী আজাদ আহমদ মোল্লা (লন্ডন), হাজী হারুন মিয়া (লন্ডন), হাজী মোঃ হাবিবুর রহমান (লন্ডন), সমাজ সেবা সম্পাদক হাজী মোঃ নুরুল হক (মিল্টন কিংস), সহ-সমাজ সেবা সম্পাদক হাজী জালাল উদ্দিন (লিডস), হাজী ফজলুর রহমান (লন্ডন), হাজী জুবায়ের আহমদ (লন্ডন), হাজী আব্দুল খালিক (লন্ডন), হাজী নুরুল হক (বার্মিংহাম), হাজী শামীম আহমদ গোলাপগঞ্জী (লন্ডন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শেখ কবির হাসান সিদ্দিকী (সাদী) (লন্ডন), সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নাজমান হাসান (লন্ডন), মাওলানা উসামা সাঈদ (গীলফোর্ড), একরাম হোসাইন (লন্ডন), চাঁদ দেখা কমিটি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সালাম (ব্রাডফোর্ড), সহ-চাঁদ দেখা কমিটি বিষয়ক সম্পাদক মাওলানা আখলাক আহমদ চৌধুরী (লন্ডন), মাওলানা আশফাক (নিউক্যাসল), হাফিজ মাওলানা সৈয়দ নিজামুল হক (লন্ডন), নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুনঈম (লন্ডন), আলহাজ্ব মাস্টার আব্দুর রউফ (লন্ডন), মাওলানা এনামুল হক (অলসল), মাওলানা লুৎফুর রহমান (লন্ডন), মুফতি আব্দুল গাফফার (লুটন), মাওলানা সায়েফ আহমদ সেবুল (রচডেল), হাফিজ মাওলানা ইকবাল হোসাইন (লন্ডন), মুফতি কাজী ওয়েছ উদ্দিন (লন্ডন), মুফতি আহমাদুল হক রায়হান (লুটন), মাওলানা জাকির হোসাইন (সান্ডওয়েল), ক্বারী গোলাম রব (লন্ডন), ক্বারী আব্দুল আহাদ দেউলগ্রামী (লন্ডন), মাওলানা খলিলুল্লাহ (লন্ডন), মাওলানা রায়হান হুসাইন (লন্ডন), মাওলানা কামাল উদ্দিন আজহারী (লন্ডন), মাওলানা সালেহ আহমদ (লন্ডন), হাফিজ মাওলানা মনির উদ্দিন (লন্ডন), মাওলানা হাবীব খাঁন (সান্ডওয়েল), হাফিজ মাওলানা এমাদুর রহমান চৌধুরী (লন্ডন), মাওলানা কামাল উদ্দিন (লন্ডন), মাওলানা মাহবুবুর রহমান (লন্ডন), মাওলানা আলী হুসেন (কিথলী), মাওলানা হেলাল উদ্দিন (লন্ডন), মাওলানা কামাল উদ্দিন জাফরী (লন্ডন), হাফিজ মাওলানা আসআদ আহমদ (কেন্ট), হাফিজ মাওলানা সৈয়দ মনির আহমদ (সান্ডারল্যান্ড), হাফিজ জুনায়েদ আহমদ (এসেক্স), শায়খ সৈয়দ মু’আয (কিডির মিনিস্টার), মাওলানা আব্দুল মতিন (স্কানথ্রপ), মাওলানা জুবায়ের মিয়া (মিল্টন কিংস), হাফিজ তোফায়েল আহমদ (লন্ডন), হাজী আহমদ আলী (লিডস), মৌলভী ফজলুর রহমান (লন্ডন), মাওলানা এনামুল হক ফারহান (লুটন), মুস্তাফিজুর রব চৌধুরী (বার্নলী), মাকসুদ আহমদ (অলসল), হাজী মুস্তাফিজুর রহমান (লন্ডন), হাজী জিলু মিয়া (লিডস), হাজী সমসু মিয়া (বার্মিংহাম), হাজী আবুল কালাম (লন্ডন), মাওলানা আব্দুর রহমান তানভীর (লন্ডন), হাজী কয়েস মিয়া (লিডস), হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম (ইতালি), হাফিজ আবু আসকর (বার্মিংহাম), মৌলভী কামরুল ইসলাম (সান্ডওয়েল), হাজী খোরশেদ আহমদ (লিডস), সৈয়দ মমশাদ আহমদ (কিডির মিনিস্টার), মোঃ ফজলুল হক (সান্ডারল্যান্ড), হাজী মোঃ এনামুল হক (কেন্ট)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com