বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে মঙ্গলবার সারাদিনেও দেখা মেলেনি সূর্যের। দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে নেমে আসছে ১৮ ডিগ্রি সিলসিয়াসে। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরো কমবে বলেই মনে হয়।
গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের দিরাইয়ে কোথাও দিনভর সূর্যের দেখা যাওয়া যায়নি। সারাদিন তীব্র শীত, কুয়াশা আর দমকা হাওয়া। ফলে স্বাভাবিক জীবনে নেমে এসেছে গতিহীনতা। এ কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই ঠিকমতো কাজ করতে পারছেন না। পরিবারের সদস্য নিয়ে দিন কাটছে নিদারুণ কষ্টে।
তীব্র শীতের কারণে ভীড় বাড়ছে গরম কাপড়ের দোকানে। তবে নিম্ন আয়ের মানুষ অর্থের অভাবে গরম কাপড় কিনতে গিমশিম খাচ্ছে। সরকার থেকে দেয়া কম্বলও প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষজন পাচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে।