মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জে ঈদুল আযহায় প্রস্তুত অর্ধ লক্ষাধিক গবাদি পশু

সুনামগঞ্জে ঈদুল আযহায় প্রস্তুত অর্ধ লক্ষাধিক গবাদি পশু

amarsurma.com
সুনামগঞ্জে ঈদুল আযহায় প্রস্তুত অর্ধ লক্ষাধিক গবাদি পশু

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
চলতি বছরের পবিত্র ঈদুল আযহায় সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত রয়েছে প্রায় অর্ধ লক্ষাধিক দেশীয় গবাদি পশু। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের ঈদুল আযহায় কুরবাণীর জন্য ১১টি উপজেলার ৩ হাজার ৪৫৮ জন খামারীর তত্ত্বাবধানে মোট গবাদি পশুর সংখ্যা ৫০ হাজার ৯১১টি। এরমধ্যে ষাঁড় ২৩ হাজার ৩৮৪টি, বলদ ৫ হাজার ৮১৯টি, গাভী ৭ হাজার ১১১টি, মহিষ ৪৫০টি, ছাগল ৮ হাজার ২৪২টি, ভেড়া ৫ হাজার ৮৫৪টি, অন্যান্য ৫১টি।
সূত্র আরও জানায়, জেলার সদর উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩৯৪ জন, ষাঁড় ৩ হাজার ৪৩০টি, বলদ ৮৭৩টি, গাভী ৮১৬টি, মহিষ ৫৫টি, ছাগল ৭৬৮টি, ভেড়া ৪৯২টি, অন্যান্য ৫টি। ছাতক উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩৯৮ জন, ষাঁড় ৪ হাজার ৭৬টি, বলদ ১ হাজার ১৬টি, গাভী ৮৬৭টি, মহিষ ৯১টি, ছাগল ৪৩৮টি, ভেড়া ২১২টি, অন্যান্য ২০টি। তাহিরপুর উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩৫২ জন, ষাঁড় ২ হাজার ১৬৯টি, বলদ ৩৫৩টি, গাভী ২৫০টি, ছাগল ৪৯০টি, ভেড়া ২৪৪টি। দিরাই উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩৫৮ জন, ষাঁড় ২ হাজার ২৭৫টি, বলদ ৭৫২টি, গাভী ১ হাজার ১৪৬টি, মহিষ ১৬টি, ছাগল ৫৮০টি, ভেড়া ৩৬০টি, অন্যান্য ৪টি। জামালগঞ্জ উপজেলায় মোট খামারীর সংখ্যা ১৯২ জন, ষাঁড় ১ হাজার ১৫১টি, বলদ ৩৩৮টি, গাভী ২৬৯টি, মহিষ ২৩টি, ছাগল ৩৮৭টি, ভেড়া ৬৫২টি। বিশ্বম্ভরপুর উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩১১ জন, ষাঁড় ১ হাজার ২০টি, বলদ ৮৮২টি, গাভী ৩৭৯টি, মহিষ ৪১টি, ছাগল ২৯৮টি, ভেড়া ৩৯৩টি। জগন্নাথপুর উপজেলায় মোট খামারীর সংখ্যা ২৩২ জন, ষাঁড় ২ হাজার ৯০৯টি, বলদ ৩৩৫টি, গাভী ১ হাজার ১৮৪টি, মহিষ ৭১টি, ছাগল ৯৬৪টি, ভেড়া ১ হাজার ২৩৫টি, অন্যান্য ৭টি। শাল্লা উপজেলায় মোট খামারীর সংখ্যা ২৩০ জন, ষাঁড় ৭১৬টি, বলদ ৩৩৪টি, গাভী ৪২৬টি, মহিষ ৭৮টি, ছাগল ২৭৮টি, ভেড়া ২২৬টি। দোয়ারাবাজার উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩৩৫ জন, ষাঁড় ১ হাজার ১৬০টি, বলদ ৪৫০টি, গাভী ৩৭৪টি, মহিষ ২০টি, ছাগল ৬৩০টি, ভেড়া ৩৬০টি, অন্যান্য ৬টি। ধর্মপাশা উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩২০ জন, ষাঁড় ২ হাজার ৭২৪টি, বলদ ৩২৫টি, গাভী ১ হাজার ৮৪টি, মহিষ ৫৫টি, ছাগল ৮৭২টি, ভেড়া ১ হাজার ২১৫টি, অন্যান্য ৯টি। শান্তিগঞ্জ উপজেলায় মোট খামারীর সংখ্যা ৩৩৬ জন, ষাঁড় ১ হাজার ৬৫৪টি, বলদ ১৬১টি, গাভী ৩১৬টি, ছাগল ২ হাজার ৫৩৭টি, ভেড়া ৪৬৫টি, অন্যান্য ৯টি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com