রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : ছাতকে মাস্টার মরহুম একেএম সামছুল হক স্মৃতি ইসলামী পরিষদের পরিচালনা পর্ষদ পূনর্গঠন করা হয়েছে। উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে পরিষদের কার্যালয়ে বিশিষ্ট মুরব্বী আবদুর রশীদের সভাপতিত্বে ও আবদুল ওয়াদুদের পরিচালনায় ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূনর্গঠিত কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নাজমুল হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের সদস্য আবদুল তাহিদ। বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরী, আবদুল্লাহ, জালাল উদ্দিন প্রমূখ। কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মাস্টার আবদুল গাফফার, সহ-সভাপতি আবুল লেইছ ও আমিরুল ইসলাম, সেক্রেটারী আবদুর রহমান, সহ-সেক্রেটারি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, অর্থ সম্পাদক মাহবুব আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, দফতর সম্পাদক আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক ছদরুল হক, সদস্য-আবদুল ওয়াদুদ, আজিজুল হক, নূরআলম, মাসুদ আহমদ, জাহিদ হাসান আদনান, রুবেল আহমদ, বিলাল আহমদ, হুসাইন আহমদ, কাওছার আহমদ, আনসার আলী। সভায় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য ৭ জানুয়ারি তাফসীর মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়। মাহফিল পরিচালনার জন্য শাহজাহান চৌধুরী ও আবদুল্লাহকে প্রধান করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি