শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুরের ৬৭তম বার্ষিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খানের সার্বিক পরিচালনায় সকাল ১০টা থেকে মাদরাসা মাঠে শুরু হওয়া সভায় ওয়াজ ফরমান মুনাজিরে ইসলাম ডক্টর মাওলানা মনজুর মেঙ্গল পাকিস্তান, আওলাদে রাসূল সা. আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহ-এর দৌহিত্র মুফতি মাওলানা আফফান মনসুরপুরী ভারত, মুনাজিরে আযম মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান, শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান বানিয়াচং, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদ ও মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল ড. মাওলানা শুয়াইব আহমদ, হাফিয মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জী প্রমুখ।