শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় লেগুনা-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ যাত্রী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-মদনপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর পুত্র প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) ও কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)।
আহতরা হলেন দিরাই উপজেলার ভাঙাডহর গ্রামের সারত দাসের পুত্র জ্যোতিষ দাস (২৬), সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান মিয়া (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আবদুল হাসিমের মেয়ে সুফিয়া বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার বোগলাখারা গ্রামের নুর ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশু নিহত হয়। অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন। শান্তিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।