বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সারা দেশের ন্যায় সিলেটেও বিশ্ব এইডস দিবস পালিত

সারা দেশের ন্যায় সিলেটেও বিশ্ব এইডস দিবস পালিত

index-150x150আমার সুরমা ডটকম : সারা দেশের ন্যায় সিলেটেও বিশ্ব এইডস দিবস-২০১৫ পালিত। “এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু: নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সিলেট ও জেলা এইচ আইভি এইডস প্রতিরোধ সমন্বয় কমিটি সিলেটের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিলেট সিভিল সার্জন কার্য্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সিভির সার্জন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা: রাহির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা: গৌরমনি সিনহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা: গৌরমনি সিনহা বলেন, একমাত্র জনসচেতনতাই পারে ভয়াবহ এইডস প্রতিরোধ করতে। এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে আরো সচেতনতা বাড়াতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এইডস প্রতিরোধ সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন এবিডিসি প্রজেক্ট জিআইজেড এর টিম লিডার ডা: আতিকুজ্জামান, চেতনা সেইভ দ্যা চিল্ডেন এর প্রজেক্ট অফিসার একলাস ফকির, এসএসকেএস এর প্রজেক্ট ম্যানেজার মো: হাসিবুল ইসলাম, এফপিএবি’র জেলা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, ভার্ড’র সহকারী পরিচালক নাছরিন বানু, এসজেএ এর সহকারী পরিচালক আল আমিন মো: নাসির, ব্র্যাক জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, এসএমসি’র ক্লিনিকা কো- অর্ডিনেটর মো: হুমায়ুন কবির, আরডাব্লিউডিও’র প্রজেক্ট কো- অর্ডিনেটর ফারুক আহমেদ, মো: রাশেদুল হক সহ মেরিস্টোপ ও আশার আলো সোসাইটির প্রতিনিধি বৃন্দ।
CVH5PBHUsAAEzZ2এদিকে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আলোর ধারা কমিউনিটি রিসোর্স সেন্টার আরএইচস্টেপ। দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে নগরীর আখালিয়া নোয়াপাড়াস্থ আলোর ধারা কার্যালয় প্রাঙ্গন থেকে নারী-পুরুষের সমন্বয়ে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় সম্মুখে এক সভায় মিলিত হয়। আলোর ধারা কমিউনিটি রিসোর্স সেন্টারের আরএইচস্টেপ এর ইউনিট ম্যানেজার নীহার রঞ্জন দাশ এর সভাপতিত্বে র‌্যালী পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ বলেন, এইডস একটি মারাত্মক ব্যাধি। এইচআইভি ভাইরাস কারো শরীরে প্রবেশ করলে রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। তাই এইচআইভি এইডস প্রতিরোধে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। সহকারী ইউনিট ম্যানেজার ফিলিপ সমদ্দারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিক’র ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সি.এস.জি’র সভাপতি অধ্যক্ষ ননী গোপাল দাস, জালালাবাদ থানার এস.আই মো. আরিফুল আমিন, আরএইচস্টেপ এর রাবেয়া আক্তার, মো. কয়েছ আহমদ, বীরেশ চন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পুখরাজ মৌলি সুলতানা, বিদ্যানিকেতন স্কুলের শিক্ষিকা কুহেলী রাণী দাশ, মো: এনামুল ইসলাম, সিটি মডেল স্কুলের শিক্ষিকা কলি রানী দাশ, রহিমা আফরিন মিলি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিআর এডুকেটর আজিম মিয়া, রুমা আক্তার, হিমা আক্তার, টিপু দাস, নাসিম মিয়া, লোকমান আহমদ, মৌসুমী চন্দ, বীথি বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com