শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছরই থাকবে। এ বিষয়ে কোনরকমের লুকোচুরির সুযোগ নেই। প্রতিমন্ত্রী সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক দ্বিতীয় পর্যায়ে ইউপিআর (Universal Periodic Review) রিকমেন্ডেশন এবং বাস্তবায়ন পরিস্থিতি বিষয়ক এক কনসাল্টেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি নিম্নমধ্যমআয়ের দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। অসংখ্য সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ নারী এবং শিশুর মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতীয় শিশু নীতি, শিশু আইন, নারী নীতি, নারীর প্রতি পারিবারিক সহিংসতা আইন পাশ করা হয়েছে। তিনি আরো বলেন, যেখানে ইউরোপের দেশসমূহ সিরিয়ার শরনার্থীদের তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না সেখানে বাংলাদেশ গত তিন দশক ধরে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে আসছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক মেম্বার কাজী রিয়াজুল হক, সুইজার