রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাইয়ে আপন বড় ভাই কর্তৃক ছোট বোন সালমা বেগমকে (২৫) খুন করে গুম করার ৪ মাস পর পচনশীল লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট স¤্রাট খিশার উপস্থিতিতে গ্রেফতারকৃত মোশাহিদের দেয়া তথ্য মতে তারই বসত বাড়ির গোয়াল ঘরের পেছন থেকে ৪ মাস পর সালমার লাশ উত্তোলন করে থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রূপকর জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে পিএম ও ডিএনএ রিপোর্টের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মোশাহিদের পিতা আজিজুর রহমান জানান, প্রায় ৪ মাস আগে বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করা হলে মোশাহিদ জানায়, খোঁজ করে দেখ; আমিও দেখছি। এরপর অনেক খোঁজ নিয়ে মেয়েকে না পেয়ে অবশেষে দিরাই থানায় একটি জিডি করি। জিডি নং-৯৭২, তারিখ-২৪/০৮/২০১৫ খ্রিস্টাব্দ।
এরপর থেকে সন্দেহের তীর মোশাহিদের দিয়ে থাকায় আত্মগোপনে থাকাবস্থায় দিরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে মোশাহিদকে গ্রেফতার করে। সে পৌর সদরের ভরারগাঁও গ্রামের আজিজুর রহমানের একমাত্র ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশাহিদ ৪ মাস আগে তার বোনকে খুন ও বাড়ির পাশে গুম করার কথা স্বীকার করায় গত সোমবার তাকে আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশক্রমে আসামীর দেয়া তথ্য মতে সালমার পচনশীল লাশ উত্তোলন করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন নিহতের পিতা আজিজুর রহমান। মামলা নং-০৩, তারিখ-০৬/১২/২০১৫ খ্রিস্টাব্দ।