রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
অতলান্তিকের নীচে বিশাল সোনার খনি আবিষ্কার

অতলান্তিকের নীচে বিশাল সোনার খনি আবিষ্কার

gold_107906আমার সুরমা ডটকম ডেক্স : এক দু’টি টুকরো নয়। লুকিয়ে আছে টন টন সোনা। এই সোনা লুকিয়ে আছে সমুদ্রের অতলে। ভাবছেন এ আবার কি হেঁয়ালি। না মোটেই মিথ্যে নয়। সমুদ্রের গভীরে সত্যিই লুকিয়ে আছে বিশাল সোনার খনি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আরওভি ডিপ ডিসকভার নামে একটি জলযান পাঠিয়ে এই অভিযান চালিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। অতলান্তিক মহাসাগরের গভীরে এই অভিযান চালানো হয়। সমুদ্রের তলায় ডুবে থাকা সোনার পরিমাণ কম করে হলেও ২ লাখ টন। অভিযাত্রীদের দাবি, সমুদ্রের তলায় মাইল দু’য়েক ছড়িয়ে আছে এই সোনার খনি। অভিযাত্রী দলের আরো দাবি, শুধুমাত্র এই টুকুই সোনা নয়। অন্তত ৩ লাখ ডুবন্ত সোনা থাকতে পারে। যেহেতু সোনা সমুদ্রের নোনা জলে গুলে গিয়েছে তাই অভিযাত্রীদের অনুমাণ এত বিপুল পরিমাণেই সোনা পাওয়া যেতে পারে। এক লিটার সমুদ্রের নোনা জলে মিলবে এক গ্রাম সোনার এক-তেরো বিলিয়ন অংশ। তাই আর চিন্তা কিসের। ভুতের রাজার বর পাওয়ার মতো এবার আর হাতে তালি না দিয়ে বরং লিটার লিটার সমুদ্রের নোনা জল জমান। তাতেই হবে কেল্লাফতে। মিলবে অমূল্য রতন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com