রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে মন্ত্রী বা এমপিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার। দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার মিঞাবাজারে ফুটওভার ব্রিজ উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের প্রথম স্তরের কাজ শেষপর্যায়ে। ১৯২ কিলোমিটার সড়কের মধ্যে এখন পর্যন্ত ১৭৫ কিলোমিটারের প্রথম স্তরের কাজ শেষ হয়ে গেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথম স্তরের বাকি কাজ শেষ হবে। আর দ্বিতীয় স্তর বা ফিনিশিং-এর কাজ করতে আরো দু-তিন মাস লাগতে পারে। ফুট ওভারব্রিজ উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম এ সবুর, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিব্বিসহ সওজ ও হাইওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।