শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
গত বুধবার বানিয়াচঙ্গে যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচঙ্গ উপজেলা শাখার যৌথ উদ্যোগে ২০১৫ সালে দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতী আমীর আহমদের সভাপতিত্বে এবং এখলাছুর রহমান, বশীর আহমদ, হাফিজ তাওহিদুল ইসলাম ও হাফিজ শিব্বির আহমদের যৌথ পরিচালনায় সহস্রাধিক জনতার উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জমিয়ত সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক বলেন, ক্বওমী মাদরাসা সন্ত্রাসী তৈরির কারখানা নয় বরং দেশপ্রেমিক, সুনাগরিক তৈরির কারখানা। বেফাক কর্মকর্তা মাওলানা আসাদুর রহমান ও হাফিজ মাছুম বিল্লাহের নেতৃত্বে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে অর্ধশত তরুণ আলেম, ব্যবসায়ী, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী জমিয়তে যোগদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাওলানা জয়নাল আবেদিন, ইমরানুল বারী সিরাজী, মাওলানা আশিকুর রহমান, হিফজুর রহমান, হাফিজ তাফহীমুল হক, মাওঃ আব্দুস সাত্তার খান, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, শায়খ মাওলানা ইকবাল হুসাইন, মুনতাছির আলম সোহান, মাওলানা মুজিবুর আহমদ, শায়খ মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মুবাশ্বির আহমদ, মাওলানা আলাউদ্দীন, মাওলানা সুফি আহমদ, মাওলানা রিয়াজুল ইসলাম শাহীন, মাওলানা আসাদুর রহমান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মশিউর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতি আহমদ আলী ও আহমদ চৌধুরী (সাগর) প্রমুখ। অনুষ্ঠানে নবীন আলেমদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক, আল্লামা আব্দুর রব ইউসুফী ও মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জমিয়তে যোগদানকারীদের কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।